আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে নববর্ষ উদযাপন করা হয়েছে। বর্ষবরণের নানা আয়োজনের মধ্যে ছিল অধ্যক্ষের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা নিয়ে পুরো ক্যাম্পাস পরিভ্রমণ, কলেজ বটমূলে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
নববর্ষ উপলক্ষ্যে রঙ-বেরঙের পতাকা, বেলুন, ফেস্টুন, ব্যানারে নয়নাভিরাম সজ্জায় সাজানো হয় কলেজ প্রাঙ্গণ। নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি। প্রধান অতিথি উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহ্বান জানান।
বিডি প্রতিদিন/নাজমুল