জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য নিজস্ব অর্থায়নে ক্রয়কৃয় দ্বিতল বাসটির মাধ্যমে চক্রাকার বাস সার্ভিস চালু করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামী রবিবার থেকে এই সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিদিন দুইবার বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে বাসটি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মে রবিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত দ্বিতল (ঢাকা মেট্রো: স ১৪-০২০৩) বাসটি দুপুর দেড়টায় ও সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। বাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে দয়াগঞ্জ, সায়েদাবাদ, খিলগাঁও রেলগেট, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলিস্তান হয়ে ক্যাম্পাসে ফিরে আসবে।
বিডি প্রতিদিন/আরাফাত