বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ছেলেদের সাইক্লিংয়ে স্বর্ণপদক জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর মার্কেটিং বিভাগের ৮ম সেমেস্টারের শিক্ষার্থী নোবেল দে। গত ৯ সেপ্টেম্বর ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রতিযোগিতায় ৫ম স্থান অধিকার করে আইইউবির হিউম্যান রিসোর্সের ম্যানেজমেন্ট বিভাগের পঞ্চম সেমেস্টারের শিক্ষার্থী খন্দকার ইশরাত জাহান রিফা।
নোবেল দে বলেন, “আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত এটি। এই সাফল্যের জন্য আমাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। আয়োজকদের বিশেষ ধন্যবাদ। আশা করি, ভবিষ্যতে আরও বেশি বেশি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।”
আইইউবির উপাচার্য তানভীর হাসান বলেন, “অভিনন্দন নোবেল দে। গোটা আইইউবির জন্য গর্ব করার একটি উপলক্ষ্য আপনি এনে দিয়েছেন। মেয়েদের সাইক্লিং ইভেন্টে পঞ্চম স্থান অধিকার করায় আমি খন্দকার ইশরাত জাহান রিফাকেও অভিনন্দন জানাই। আপনাদের দুজনের জন্যই আইইউবি আজ বিশেষভাবে গর্বিত।”
বিডি প্রতিদিন/ফারজানা