ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের পত্রিকা-কক্ষের একটি ফ্যান খুলে পড়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফ্যানটি খুলে টেবিলের ওপর পড়ে। নামাজের সময় হওয়ায় কক্ষটিতে কেউ ছিল না। তাই কেউ হতাহত হননি। তবে, কক্ষটিতে কেউ থাকলে নিশ্চিতভাবেই হতাহত হবেন।
শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ অভিযোগ করেন, হলের কর্মচারীদের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব ও অসর্তকতার কারণে এমন ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কথা বলতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমানকে মুঠোফোনে কল করে পাওয়া যায়নি। তবে, হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি নিজেই খোঁজ-খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
কর্মচারীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো একটা দুর্ঘটনা। ফ্যানটি তো চলছিল। এটা যে খুলে যাবে, কর্মচারীরা নিশ্চয়ই বুঝতে পারেনি। আমি বিষয়টি সিরিয়াসলি দেখছি, এ ব্যাপারে নিশ্চিত করতে পারি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ