২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:২৮

ভাষা শহিদদের প্রতি ইউল্যাবের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

ভাষা শহিদদের প্রতি ইউল্যাবের শ্রদ্ধা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস।

এ  উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি সকালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ক্যাম্পাসে স্থাপিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করে ইউল্যাব পরিবার।

সংক্ষিপ্ত আলোচনা পর্বে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান শিক্ষাবিদ, ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান ও ইউল্যাবের অধ্যাপক আবদুল মান্নান। তিনি তার বক্তব্যে বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। বাংলা ভাষার প্রতি তার শ্রদ্ধা ও ভালবাসার কথা ব্যক্ত করে তরুন প্রজন্মকে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। 

ইউল্যাবের ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন। এসময় ইউল্যাবের রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগন, শিক্ষকমন্ডলী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর