দেশের উচ্চ শিক্ষার পীঠস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে একটি ফটোগ্রাফি অ্যালবাম প্রকাশ করা হয়েছে। এতে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়ের একশত বছরের দুর্লভ সব স্থিরচিত্র। অ্যালবামটি অমর একুশে বইমেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থার স্টলে (স্টল নং ৭৮১-৭৮২) পাওয়া যাচ্ছে।
অ্যালবামটিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল, রাজনৈতিক আন্দোলনসমূহ, স্থাপত্য, ক্যাম্পাস-জীবন, উপাসনালয়, বিশ্ববিদ্যালয়ের সামাজিক সম্পৃক্ততার বিভিন্ন প্রামাণ্য ছবি থিম অনুসারে সাজানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরবৃন্দ, সম্মানসূচক ডিগ্রিপ্রাপ্ত এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শনকারী ব্যক্তিবর্গের স্থির চিত্রও এতে স্থান পেয়েছে।
অ্যালবামের সম্পাদক বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারপার্সন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া জানান, এই অ্যালবামে ছবির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত বছরের গল্প বলা হয়েছে। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও জাতীয় এ প্রতিষ্ঠানকে ভিন্ন আঙ্গিকে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃক সংরক্ষিত ছবি ছাড়াও ব্যক্তিগত সংগ্রহে থাকা আলোকচিত্রও এখানে থিম অনুসারে উপস্থাপন করা হয়েছে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটসহ অন্যান্য মাধ্যমে ঘোষণা দিয়েছিলাম যাতে সবাই তাদের কাছে রক্ষিত ছবি আমাদের কাছে পাঠান।
তিনি বলেন, এ অ্যালবামে বিশ্ববিদ্যালয়ের শুরুর দিককার ইতিহাস, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে-সংকটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ, সর্বোপরি ক্যাম্পাসের নান্দনিক সব ছবি স্থান পেয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রভিত্তিক ইতিহাসের ভিত্তি হিসেবে বিবেচিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অ্যালবামটির শুভেচ্ছা মূল্য এক হাজার টাকা। বইমেলায় ২৫ শতাংশ ছাড়ে ৭৫০টাকায় পাওয়া যাবে।
বিডিপ্রতিদিন/কবিরুল