জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২’ এর জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ৫ মার্চ (রবিবার) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ‘শিক্ষা উন্নয়ন’ ক্যাটাগরিতে এ পদক গ্রহণ করবেন তিনি।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আনিসুল হক।
পদকের জন্য মনোনীত হওয়ার অনুভূতি ব্যক্ত করে ড. মো. নূরুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শিক্ষা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদকের জন্য আমাকে নির্বাচিত করায় আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই। শুধু পদকের জন্য নয়, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। এজন্য শিক্ষক-শিক্ষার্থী সকলের সহযোগিতা কামনা করছি।’
বিডিপ্রতিদিন/কবিরুল