১ মার্চ, ২০২৩ ১৮:১২

শিক্ষা উন্নয়নে অবদান রাখায় ‘অ্যাওয়ার্ড’ পাচ্ছেন জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা উন্নয়নে অবদান রাখায় ‘অ্যাওয়ার্ড’ পাচ্ছেন জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২’ এর জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ৫ মার্চ (রবিবার) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ‘শিক্ষা উন্নয়ন’ ক্যাটাগরিতে এ পদক গ্রহণ করবেন তিনি।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আনিসুল হক।

পদকের জন্য মনোনীত হওয়ার অনুভূতি ব্যক্ত করে ড. মো. নূরুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শিক্ষা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদকের জন্য আমাকে নির্বাচিত করায় আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই। শুধু পদকের জন্য নয়, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। এজন্য শিক্ষক-শিক্ষার্থী সকলের সহযোগিতা কামনা করছি।’

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর