২০ মার্চ, ২০২৩ ১০:৫০

কুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব

কুমিল্লা প্রতিনিধি:

কুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) থিয়েটারের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব। সোমবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ নাট্য উৎসবে কুবি থিয়েটার ছাড়াও অংশ নেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কিষাণ থিয়েটার এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ থিয়েটার। 

এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থিয়েটার কুবির সভাপতি ইশতিয়াক আহমেদ।

সংবাদ সম্মেলনে নাট্য উৎসব-২০২৩ এর পোস্টার উন্মোচন করেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ড. সোহরাব উদ্দিন।
আয়োজকরা জানান, প্রথমদিনে কুবি, দ্বিতীয়দিনে ডিআইইউ ও তৃতীয়দিনে শেকৃবি থিয়েটার কুবির মুক্তমঞ্চে নাটক মঞ্চায়ন করবেন। তিন দিনব্যাপী এ নাট্য উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টায় নাটক প্রদর্শনী হবে। 

উল্লেখ্য, ২০১৯ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর