২৬ মার্চ, ২০২৩ ২০:৩৭

৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো চবি

চবি প্রতিনিধি:

৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো চবি

চট্টগ্রাম অঞ্চলের ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। রবিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে এই সম্মাননা দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর, অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম, সহকারী প্রক্টর আফজালুর রহমান, রোকন উদ্দিন, সৌরভ সাহা জয়সহ আরও উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাগণ।
উল্লেখ্য, গেল বছর ২০২২ সালে প্রথমবারের মতো ৫০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে চবি প্রশাসন। এই ধারাবাহিকতায় চট্টগ্রাম অঞ্চলের ৫০ জন মুক্তিযোদ্ধাকে চবি প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর