ইস্টার সানডে, বাংলা নববর্ষ, শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ২৪ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৯ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। সেহেতু আগামী ৭, ৮ এপ্রিল ও ২৮, ২৯ এপ্রিল দু-দিন করে (শুক্রবার-শনিবার) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক বন্ধ থাকায় এবং ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হওয়ায় এ উপলক্ষে শিক্ষার্থীরা মোট ২৪ দিন বন্ধ পাচ্ছেন।
সেই সঙ্গে আগামী ১৮ এপ্রিল (মঙ্গলবার) থেকে ২৫ এপ্রিল (মঙ্গলবার) এবং পহেলা মে’তে আন্তর্জাতিক শ্রমিক দিবস হওয়ায় ওইদিনসহ মোট ৯ দিন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট এবং প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার- পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।
বিডি প্রতিদিন/এমআই