হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দের জন্য “ডি-নথি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় হাবিপ্রবির আইকিউএসি কনফারেন্স রুমে ২০২২-২৩ অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন হাবিপ্রবির আইটি সেল এর সিনিয়র প্রোগ্রামার মো. ওয়ালিদ ইসলাম ও কম্পিউটার প্রোগ্রামার মো. আতিকুর রহমান। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহ্ মইনুর রহমান।
বিডি প্রতিদিন/হিমেল