৩০ মে, ২০২৩ ১১:১৫

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

রাবি প্রতিনিধি

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

লাইন ধরে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে ভর্তিচ্ছুরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ে ১০টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে অংশ নিচ্ছেন ৭২ হাজার ৫০ জন ভর্তিচ্ছু। এবার ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৮৭টি।

তিন ইউনিটে মোট আবেদন সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫৮৯টি। প্রতিদিন ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করা হবে। প্রতি ৪ ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে। ন্যূনতম পাশ নম্বর ৪০।

এদিকে, সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উপাচার্য বলেন, ক্যাম্পাসে সকলের নিরাপত্তায় সর্বদা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে প্রক্টরিয়াল টিম। ক্যাম্পাসের ভেতরে ট্র্যাফিক নীতিমালা রক্ষা ও যেকোনো অনিয়ম রোধে সকলে তৎপর রয়েছে। সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর