৩১ মে, ২০২৩ ১১:৪৯

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলায় ইউট্যাব’র নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলায় ইউট্যাব’র নিন্দা

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান বুধবার এক বিবৃতিতে বলেন, আমরা জেনেছি যে, গ্রামীণ টেলিকম থেকে শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগে মঙ্গলবার ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আমরা মনে করি দুদকের এই মামলা দূরভিসন্ধিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ড. ইউনূসের সুনাম ক্ষুন্ন করতেই এই মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় বিবৃতিতে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর