রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় তথ্যটি জানিয়েছেন ‘এ’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ইলিয়াস হোসেন।
তিনি জানান, চার শিফটে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৩৬২ জন। প্রথম শিফটে পাস করেছেন ৪ হাজার ৯৮০ জন। পাসের হার ৩১.৯৬ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮০.২৫। দ্বিতীয় শিফটে ৪ হাজার ৩০৯ জন। পাসের হার ২৭.৫৪ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮০.৫০। তৃতীয় শিফটে ৩ হাজার ৬১৬ জন। পাসের হার ২৩.১৮ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৭৩.৫০ এবং চতুর্থ শিফটে ৩ হাজার ৭২৩ জন। পাসের হার ২৩.৮০ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৭৬।
এর আগে, গত ৩০ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতির হার ছিল ৮৫.৫৩ শতাংশ।
বিডি প্রতিদিন/এমআই