শিরোনাম
২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৩৭

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রচারপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রচারপত্র বিতরণ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে প্রচারপত্র বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, দপ্তর প্রধান, কর্মকর্তা, এপিএ কমিটির সদস্যবৃন্দ, এপিএ ফোকাল পয়েন্ট, এপিএ সংক্রান্ত পাঁচটি কম্পোনেন্টের ফোকাল পয়েন্ট এবং বিকল্প ফোকাল পয়েন্টসহ জনসংযোগ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন উপাচার্য।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর