জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হলটির আবাসিক শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে হলের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
রবিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় হলের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রাধ্যক্ষের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে হলের বিভিন্ন অভ্যন্তরীণ উন্নয়নমূলক কাজের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে নানা অসুবিধার মধ্যে জীবনযাপন করতে হচ্ছে তাদের।আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ সৌভিক বলেন, দীর্ঘদিন ধরে আমাদের হলের ডাইনিংয়ে খাবারের মান ও পয়:নিষ্কাশন ব্যবস্থা ভালো না। এছাড়া, হল সংলগ্ন সিয়াম চত্ত্বরে জলবদ্ধতার কারণে বসা যায় না এবং খেলার মাঠে ও হলের সামনে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিদ্যুতের সমস্যাও রয়েছে। বর্তমান প্রাধ্যক্ষ অনেকদিন ধরে দায়িত্ব পালন করছেন অথচ তিনি এখন পর্যন্ত হলের কোন উন্নয়নমূলক কাজ করেননি। তাছাড়া, সমস্যাগুলো সমাধানের জন্য একাধিকবার তাকে লিখিতভাবে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা আগামী ২ দিনের মধ্যে প্রাধ্যক্ষের পদত্যাগ ও হলের সকল সংকটের সমাধান চাই।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আমার পূর্ণ সমর্থন রয়েছে। সমস্যাগুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি বারবার অবগত করেছি কিন্তু সেখান থেকে পর্যাপ্ত বাজেট না দেওয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।
হলের সমস্যা সমধানে কোনো সদিচ্ছার অভাব রয়েছে কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, আমার কোনো সদিচ্ছার অভাব নেই বরং আমি সর্বোচ্চ চেষ্টা করছি হলের যাবতীয় সমস্যা সমাধান করার। প্রশাসন যদি আমাকে সাপোর্ট না দেয় তাহলে আমি কিভাবে কাজ করবো? বাজেট না থাকায় প্রয়োজনীয় কাজ করতে পারছি না।
বিডি প্রতিদিন/হিমেল