জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লাল কার্ড দেখিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে (মঙ্গলবার) দুপুরে গুচ্ছ ভাস্কর্য চত্বরে নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ব্যানারে কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অবন্তিকার অভিযোগপত্র অবহেলা করেছে সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল। মোস্তফা কামালকে তদন্তের আওতায় আনতে হবে। উনি যদি অভিযোগটা ঠিকভাবে আমলে নিতেন, তাহলে হয়তো প্রেক্ষাপট ভিন্ন হতো। আমাদের প্রক্টর অফিস হচ্ছে একটা শিক্ষার্থীর জন্য আতঙ্কের নাম। তারা সবকিছু খেয়ে ফেলে, এমনকি ক্যাম্পাসের পোষা কুকুরগুলোর খাবারের টাকাও খেয়ে ফেলেছে।
শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একটা যৌন নিপীড়ন সেল আছে এটা অনেক শিক্ষার্থী জানেই না। তারা শুধু একটা বাক্স ঝুলিয়ে দিয়েছে কিন্তু কখনো সেই বাক্স খুলে দেখেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেখানে ছাত্রীদের বিচারের জন্য প্রক্টর অফিসে গিয়ে মুচলেকা দিয়ে বরং অপমাণিত হয়ে আসতে হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস কোনোভাবে অবন্তিকার মৃত্যুর দায় এড়াতে পারবে না।
বিডি প্রতিদিন/হিমেল