রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথমবর্ষে (২০২৩-২৪ সেশন) ২৯ আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি দিয়েও ভর্তিচ্ছু পাওয়া না যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ আলী জানান, গত ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে,
বিশ্ববিদ্যালয়ের ৩ ইউনিটে এখনও প্রায় ২৯টি আসন ফাঁকা রয়েছে। ‘এ’ ইউনিটভুক্ত কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ২০টি, ‘বি’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনিস্টিউট অব বিসনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ৭টি এবং ‘সি’ ইউনিটভুক্ত বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদে ২টি আসন ফাঁকা রয়েছে।
এ ব্যাপারে ‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক আবু সাদেক কামরুজ্জামান জানান, কয়েকধাপে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েও ভর্তিচ্ছু পাওয়া যাচ্ছে না। তাই এ কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ