জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ১ অক্টোবর থেকে মঙ্গলবারের অনলাইনে ক্লাস বাতিল হয়ে সশরীরে ক্লাস শুরু হবে। এর ফলে এখন থেকে পূর্বের ন্যায় সপ্তাহে পাঁচদিন ক্লাস-পরীক্ষা চলবে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, গতকাল মঙ্গলবার উপাচার্যের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে প্রতি সপ্তাহের মঙ্গলবারের অনলাইন ক্লাস বাতিল করা হয়েছে। এর ফলে আগামী ১ অক্টোবর থেকে মঙ্গলবারের অনলাইন ক্লাস বাতিল করে সশরীরে শুরু হবে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরও বলেন, যে পরিপ্রেক্ষিতে অনলাইন ক্লাস শুরু হয়েছে, তা এখন আর নেই। এজন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বাতিল করে পুনরায় সশরীরে ক্লাস চালু করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই