জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম হত্যার ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচারের দাবিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন করেন তারা। পরে তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে আসেন এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে তাদের দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি প্রদান করেন।
তাদের দাবিগুলো হলো-নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের মাত্রা অনুযায়ী নিরপেক্ষভাবে শাস্তি নিশ্চিত করতে হবে, শামীম মোল্লাকে প্রশাসনের কাছে হস্তান্তরের পরবর্তীতে নিরাপত্তা অফিসের তালা ভেঙে কয়েক দফা মারধর এবং পুলিশের কাছে হস্তান্তরের পর মৃত্যুর আগ পর্যন্ত ঘটনার গভীর তদন্ত নিশ্চিত করতে হবে, প্রধান নিরাপত্তাকর্মী সুদীপ্ত শাহীনের বিতর্কিত কর্মকাণ্ড এবং ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তাকর্মীদের বহিষ্কার করতে হবে, সুদীপ্ত শাহীন নিজে জুলাইয়ের গণহত্যার দায়ে একজন অভিযুক্ত আসামি, তার দায়ের করা মামলার কোনো ভিত্তি থাকতে পারে না, অতিদ্রুত মামলা প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে ঘটে যাওয়া ঘটনা সাপেক্ষে নতুন মামলা দায়ের করতে হবে, জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতনের দ্রুত বিচার করতে হবে এবং জড়িত সকল শিক্ষক, কর্মচারী, এবং শিক্ষার্থীদের বহিষ্কারসহ দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
এসময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, আমাদের প্রধান দাবি হলো শামীম মোল্লা হত্যা মামলায় যাদের আসামি করা হয়েছে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের প্রাপ্য শাস্তিটুকু যেন নিশ্চিত করা হয়। এ ছাড়া, ঘটনায় জড়িত অন্যান্যদেরও শাস্তি নিশ্চিত করতে হবে। এখানে লঘুদণ্ডে গুরু শাস্তি কেউ পাক সেটা আমরা চাই না। শামীম মোল্লাকে প্রক্টর অফিসে যখন মারা হয়, তখন প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মকর্তারা তার নিরাপত্তা কেন নিশ্চিত করতে পারেনি, সেই প্রশ্ন আমাদের প্রশাসনের কাছে থেকে যায়। সুদীপ্ত শাহীন নিজে একজন হত্যা মামলার আসামি হয়ে কীভাবে হত্যা মামলা করে এবং স্বপদে বহাল থাকে, এটিও প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন।
বিডি প্রতিদিন/এমআই