ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে প্রধান ফটক, বাহাদুর শাহ পার্ক, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড় ঘুরে পুনরায় ক্যাম্পাসের গুচ্ছ ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়।
এ-সময় শিক্ষার্থীরা ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘ভারতের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দূতাবাসে হামলা কেন, জবাব চাই, দিতে হবে’,‘দিল্লির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মোদির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ঢাকার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘দালালি না রাজপথ’,‘রাজপথ রাজপথ,’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ ভারতের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদমূলক স্লোগান দেয়।
শিক্ষার্থীরা বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের হাইকমিশনারের হামলা চালিয়ে ঢাকার পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। তাদের এমন আগ্রাসনমূলক হামলা ও মনোভাবকে ঘৃণা জানায় এ দেশের ছাত্রজনতা। দেশ ও মাতৃভূমির প্রশ্নে আমরা এক এবং অবিচ্ছিন্ন। এই ক্ষেত্রে কোনো আপস নেই দিল্লির সাথে।
শিক্ষার্থীরা আরও বলেন, ভারতের এমন প্রহসনমূলক হামলার জবাব দিতে এক্ষুনি ঢাকায় নিযুক্ত তাদের হাইকমিশনারকে তলব করে জবাব চাইতে হবে। এদেশে ভারতের দালালি কিংবা উগ্র হিন্দুত্ববাদীকে কেউ সমর্থন করে না। ইনশাল্লাহ দিল্লির সকল ষড়যন্ত্র এবং বাঁধা মোকাবিলার জন্য এদেশের ছাত্রসমাজ সদা জাগ্রত ও প্রস্তুত রয়েছে।
এ-সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে ভারতের পণ্য বয়কটসহ সকল টেলিভিশন চ্যানেল বয়কটের ঘোষণা দেয়।
বিডিপ্রতিদিন/কবিরুল