বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি এ প্রক্রিয়া সম্পন্ন করেন।
মঙ্গলবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ তৌফিক আলমকে নিয়োগ দেওয়া হয়।
এর আগে দুপুরে উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অভ্যর্থনা জানিয়েছেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে নিয়ে কার্যালয়ের সামনে যান। সাবেক ভিসির অপসারণের দাবিতে দেয়া তালা শিক্ষার্থীরা নিজেরা উপাচার্যকে নিয়ে খুলেন। পরে তাকে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
দায়িত্বভার গ্রহণের পর উপাচার্য সাংবাদিকদের বলেন, বিশেষ একটি পরিস্থিতিতে সরকার আমাকে নিয়োগ দিয়েছে। আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করবো বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি পর্যায়ে নিয়ে যেতে। এই বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা ও র্যাংকিয়ে যেন এগিয়ে যায়, সেই বিষয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষক ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে সেই বিষয়ে সর্বোচ্চ সচেষ্ট থাকবো। আমি বাইরে থেকে এসেছি। আমার জানা দরকার সমস্যাগুলো কোথায়। প্রতিটি বিভাগের সিআর, এসিআর আড়াইশ তিনশর মতো রয়েছে। এছাড়াও শিক্ষক নিয়ে সভা করবো। সেখানে আলোচনার মাধ্যমে সমস্যা সম্পর্কে জানবো। সমস্যা বেরিয়ে এলে সমাধানও বেরিয়ে আসবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন