তোমরা এই প্রজন্ম ৫২, ৭১ কিংবা ৯১ না দেখলেও ২৪’র জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন ও হৃদয়ঙ্গমের সৌভাগ্য অর্জন করেছ, তা সুশিক্ষায় মনোনিবেশ তথা আলোকিত ক্যারিয়ার গড়ার মধ্যে দিয়েই সর্বোত্তমভাবে রক্ষা করা সম্ভব।
শুক্রবার (১৮ জুলাই) বিশেষায়ীত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তফিজুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত ও জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
অতঃপর জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী অত্র বিশ্ববিদ্যালয়ের অদম্য সাহসী শিক্ষার্থীরা একে একে বর্ণনা করেন জুলাই আন্দোলনের অত্যন্ত আবেগঘন ও বীরত্বপূর্ণ ঘটনাবলী। এসব স্মৃতিচারণের ফাঁকে প্রদর্শিত হয় আন্দোলনে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘটনাবহুল একাধিক স্থিরচিত্র।
পরিশেষে আলোচ্য বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ও ফ্যাকাল্টি শিল্পী মো. মনিরুল ইসলামসহ প্রক্টর মো. শামিম ও সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান।
এরপর অভ্যুত্থানে শাহাদাত বরণকারি শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা ও অনুষ্ঠানের সভাপতি ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টসের ডিন অধ্যাপক ড. প্রদীপ কুমার নন্দীর ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আলোচনা পর্ব পরিচালনা করেন আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক মো. শাহ আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম