স্বৈরাচার পতন দিবস ও শেখ হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
শহীদ মিনার থেকে শুরু, ‘অদম্য ২৪’-এ সমাপ্তি
সাড়ে ১১টায় শহীদ মিনারের পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের ছাত্রী হলসংলগ্ন সড়কসহ বিভিন্ন পথ প্রদক্ষিণ করে নবনির্মিত স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’-এর সামনে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর স্বৈরাচার পতনের আনন্দে মিষ্টি বিতরণ করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “১৯৭১, ১৯৯০-এর পরেও ২৪ জুলাই এসেছে আমাদের চারিত্রিক দুর্বলতার কারণে। আত্মজিজ্ঞাসা না থাকলে ইতিহাস বারবার একইভাবে ফিরে আসে। বৈচিত্র্যের নামে বিভাজন সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে অর্জন ধরে রাখতে হবে।”
সভাপতির বক্তব্য ও উপস্থিতিরা
সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং ‘৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন–২০২৫’ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
-
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান,
-
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ,
-
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব,
-
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিডি প্রতিদিন/আশিক