সিলেট নগরীর তালতলায় চেইন সুপার শপ ‘বিগবাজারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দমকল বাহিনী সিলেটের স্টেশন অফিসার শিমুল আহমদ গণমাধ্যকে জানান, প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম