সিলেটে দরজা ভেঙে বের করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের মরদেহ। ওই চিকিৎসকের নাম মো. হাবিব উল্লাহ খান। তিনি হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক।
গত সোমবার রাত ৯টার দিকে নগরীর বাগবাড়ী শামীমাবাদ আবাসিক এলাকার ১২ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় ভাড়া নিয়ে একা থাকতেন।
জানা গেছে, গত সোমবার সারাদিন হাসপাতালে যাননি ডা. হাবিব উল্লাহ খান। রাতে তাকে খুঁজতে বাসায় গেলে ভেতরে সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। পরে ভেতরে তার মরদেহ পাওয়া যায়।
ময়না তদন্ত শেষে মঙ্গলবার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসমানী হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন