২২ জুলাই, ২০১৯ ১৪:৫৪

বাঁচতে চায় তামিমা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বাঁচতে চায় তামিমা

৯ বছরের ছোট শিশু তায়্যিবা আলম তামিমা। সে ভুগছে অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া বা অস্থিমজ্জার ক্যান্সারে। তামিমার বাবা মো. শফিউল আলম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের সেকশন অফিসার, মা রেহেনা খাতুন গৃহিনী। ইতোমধ্যে বাবা শফিউল আলম তার জায়গা সম্পত্তি বিক্রয় করে মেয়ের চিকৎসা শুরু করেছেন।

সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক খলিলুর রহমান ফয়সাল জানিয়েছেন, গত ২৬ মে ভারতের বেঙ্গালুরে কিডওয়াই মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসার অংশ হিসেবে প্রথম কেমোথেরাপি দেয়া হয়। এরপর পুনরায় বোনমেরু পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ডাক্তার যত দ্রুত সম্ভব বোনমেরু পরিবর্তনের পরামর্শ প্রদান করেন। এজন্য এক কোটি টাকার প্রয়োজন। অসহায় বাবা-মা কোথায় পাবে এতো টাকা। আমাদের ভালোবাসায় বেঁচে উঠতে পারে তামিমা। সাধ্য অনুযায়ী এগিয়ে আসুন।

তামিমার বাবার বিকাশ নম্বর ০১৭১২৬৩৬২৪০ (পার্সোনাল)। চাইলে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারেন। ব্যাংক একাউন্ট নাম মো. শফিউল আলম, হিসাব নং ২০৬৩০১০০০০১৮৬৭, রূপালী ব্যাংক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। সোনালী ও ডাচ বাংলা ব্যাংকেও টাকা পাঠাতে পারেন। হিসাব নং ৫৬১০১০১০১৯২৫৮, সোনালী ব্যাংক, আম্বরখানা শাখা, সিলেট এবং হিসাব নং ২০১১৫১০১৩৬০৫৩, ডাচ বাংলা ব্যাংক, আম্বরখানা শাখা, সিলেট।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর