Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ আগস্ট, ২০১৯ ১০:৩৩

সিলেটে ঈদ-উল-আজহার জামাতে লাখো মুসল্লির নামাজ আদায়

সিলেট ব্যুরো

সিলেটে ঈদ-উল-আজহার জামাতে লাখো মুসল্লির নামাজ আদায়

সিলেট নগরীতে লাখো মানুষ আদায় করলেন পবিত্র ঈদ-উল-আজহার নামাজ। ঈদের নামাজে মুসল্লীরা অশ্রুভেজা কণ্ঠে ক্ষমা চান মহান রাব্বুল আলামিনের কাছে। পাশাপাশি দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন তারা।

সিলেটে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত ওই ঈদগাহে একসাথে কয়েক হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করেন।

এদিকে, শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এছাড়া দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদের জামাত হয় সকাল ৮টায়।

প্রধান এ দুটি স্থান ছাড়াও নগরীর একাধিক ঈদগাহ, মাদরাসা মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিলেট কালেক্টরেট জামে মসজিদ, শেখঘাট শেখ ছানা উল্লাহ জামে মসজিদ, কালিঘাট নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট, মাছিমপুর শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ, পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহ এবং পশ্চিম পীরমহল্লা জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বেশ কয়েকটি স্থানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিডি প্রতিদিন/ফারজানা


আপনার মন্তব্য