বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি চলছে। আগামী ২১ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ সমাবেশ হতে পারে। যেকোনো মূল্যে এ সমাবেশ করতে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার সন্ধ্যায় সিলেটে এ বিভাগের বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান তিনি।
নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুল হক আসপিয়া, এম.এ হক, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সমবায় সম্পাদক জি কে গৌছ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় ডা. জাহিদ আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েশি রায়ে সাজা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। প্রতিদিন দাগী সন্ত্রাসী, শীর্ষ খুনী এমনকি ফাসির আসামি জামিনে মুক্তি পেলেও সরকার খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন