শিরোনাম
৯ অক্টোবর, ২০১৯ ২১:১৫

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা

সিলেট জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নগরীর দরগাহ গেইট সংলগ্ন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে সভা থেকে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়া সম্প্রতি ভারতের সাথে সরকারের চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বুয়েটের আবরার ফাহাদ হত্যার নিন্দা জ্ঞাপন করা হয়। সভায় আবরারকে ভারতের ‘আগ্রাসনবিরোধী’ আন্দোলনের ‘প্রথম শহীদ’ হিসেবে আখ্যায়িত করেন বিএনপি নেতারা। এছাড়া ইলিয়াস আলীসহ ‘গুমকৃত’ নেতাকর্মীদের সন্ধান ও নতুন নির্বাচনের দাবিও করেন তারা। এর বাইরে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফার, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ আহমেদুর রহমান চৌধুরী মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর