২০ জানুয়ারি, ২০২০ ১৯:৩১

হকারদের মাল জব্দ করে হকারদের কাছেই বিক্রি!

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

হকারদের মাল জব্দ করে হকারদের কাছেই বিক্রি!

সিলেটে রাস্তা ও ফুটপাত দখল করে বসা হকারদের মালপত্র জব্দ করে নিলামে ফের হকারদের কাছেই বিক্রি করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এসময় হকারদের ২৭টি ভ্যানগাড়িও জব্দ করা হয়। সোমবার সকালে ভ্যানগাড়িগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা হানিফুর রহমান জানান, গত রবিবার রাতে নগরীর রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ২৭টি ভ্যানগাড়ি ভর্তি বিভিন্ন ধরণের শাকসবজি, ফলমূল, মাছ, কাপড় জব্দ করা হয়। পরে রাত ১২টার দিকে জব্দকৃত পণ্য সামগ্রী প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। 

জব্দকৃত পণ্য প্রকাশ্যে নিলামে বিক্রি করা হলেও আটক ভ্যানগাড়িগুলো ফেরত দেয়নি সিটি করপোরেশন। সোমবার সকালে নগরভবনের সামনে ভ্যানগাড়িগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন হানিফুর রহমান। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর