পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুস্থদের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে। প্রবাসী যুবলীগ নেতা আবদুল আলীম রুকনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসকাব কার্যালয়ে বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা জাবেদ মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি সামছুল ইসলাম, যুবলীগ নেতা ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা তৈমুছ আলী, কৃষক লীগ নেতা আবদুস শহিদ, আলম মিয়া, সুরমান মিয়া, শ্রমিক লীগ নেতা সুহেল আহমদ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, শামছুল ইসলাম, মাহবুব হোসেন, শাহান শাহ, ডালিম খান, স্বেচ্ছাসেবক লীগের সুজন মিয়া, আনহার মিয়া, ছাত্রলীগ নেতা অনিক হাসান, আরিয়ান আহমদ মুজিব, ইকবাল হোসেন, রাহুল দাশ, কাওছার আহমদ মুমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত