৭ মার্চ, ২০২১ ১৫:০০

ইনজেকশন দিয়ে স্ত্রীকে হত্যায় স্বামী আটক

সিলেট ব্যুরো

ইনজেকশন দিয়ে স্ত্রীকে হত্যায় স্বামী আটক

সিলেটে সুফিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর শরীরে বিষাক্ত ইনজেশকন পুশ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী কোতোয়ালি থানাধীন বাগবাড়ী এলাকার মাসুক মিয়ার ছেলে আয়নুল হককে আটক করেছে পুলিশ।

আজ রবিবার বিমানবন্দর থানাধীন খাদিম চা বাগানে এলাকায় এ ঘটনাটি ঘটে। আজ সকালে গৃহবধূ সুফিয়াকে অসুস্থ অবস্থায় তার পরিবারের লোকজন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুফিয়া বেগম বিমানবন্দর থানাধীন খাদিম চা বাগানের (মিত্রিঙ্গা লাইন বরইতলা) মৃত হারুন মিয়ার মেয়ে।

পুলিশ সূত্র জানায়, গৃহবধূ সুফিয়া বেগমের সাথে তার স্বামী আয়নুল হকের প্রায় ঝগড়া হত। এমনকি বিবাদের জেরে আয়নুল তাকে মারধর করতেন। প্রায় ৭ মাস আগে আয়নুলের সাথে সুফিয়া বেগমের বিয়ে হয়। গতকাল শনিবার আয়নুল তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ওইদিন রাতে আয়নুল তার স্ত্রী সুফিয়া বেগমের হাতে একটি ইনজেকশন পুশ করে।

ওই সময় নিহত সুফিয়া বেগমের বোন ইনজেশন পুশ করার বিষয়ে জানতে চাইলে তাকে আয়নুল জানায় শারীরিক অসুস্থতার কারণে তাকে ইনজেশন দেয়া হয়েছে। পরদিন আজ রবিবার সকাল ৭টা ৫০ মিনিটে সুফিয়া বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে ওসামী হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিমানবন্দর থানার ওসি মাইনুল ইসলাম জাকির। তিনি বলেন, গৃহবধূ সুফিয়া বেগমকে ইনজেশকন পুশ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আয়নুলকে আটক করেছে। হাসপাতালে নেয়ার আগেই গৃহবধূ সুফিয়ার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর