গাছ হত্যার প্রতিবাদে সিলেটে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বড়লেখার খাসিয়াপুঞ্জিতে গাছকাটার প্রতিবাদে বুধবার (২৪ মার্চ) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), আদিবাসী অধিকার বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ‘কাপেং ফাউন্ডেশন’ ও খাসিয়াপুঞ্জির অধিকার আদায়ে কাজ করা ‘কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন’ ব্যতিক্রমধর্মী এমন শোকসভা করেছে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগার খাসিয়াপুঞ্জিতে সম্প্রতি দু'টি গাছ কাটা ও আরও প্রায় ২৫টি গাছ কাটার প্রস্তুতির প্রতিবাদ জানাতে মূলত এই শোকসভা অনুষ্ঠিত হয়। বাপা’র কেন্দ্রীয় সদস্য আব্দুল করিম কিম’র সভাপতিত্বে সিলেটের খাদিমনগরে সকাল সাড়ে ৯টায় আয়োজন করা এই শোকসভায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকার আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, বেসরকারি প্রতিষ্ঠান কাপেং ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক উজ্জ্বল আজিম, বাংলাদেশ আদিবাসী ফোরাম, সিলেট শাখার সভাপতি গৌরাঙ্গ পাত্র, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মন, বৃহত্তর খাসি সোশ্যাল কাউন্সিলের ফিলা পুমী প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত