সিলেটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ভেতর থেকে মুজিবুর রহমান নামের এক চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ মার্চ) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে একাধিক আঘাকের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। নিহত মুজিবুর রহমান কুমিল্লা জেলার মুরাদনগরের বাসিন্দা।
জানা যায়, বুধবার সকালে ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে একটি পাথরবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ী ছিদ্দিকুর রহমান। সকাল থেকে ট্রাকটি তার দোকানের সামনে থাকায় তিনি দুপুরে ট্রাক সরানোর জন্য চালককে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পেয়ে ট্রাকের ভেতরে দিকে তাকিয়ে দেখেন চালকের আসনে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে আছে।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাসকুদুল আমিন জানান, উদ্ধারকৃত লাশ ট্রাক চালকেরই। তিনি ভোলাগঞ্জ থেকে পাথর নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কী কারণে চালককে খুন করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত