সুনামগঞ্জের তাহিরপুরের আলোচিত আরফান-মতিউর হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এই আদেশ দেন।
সুনামগঞ্জ জজ আদালতের পিপি অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, আরফান আলী ও মতিউর রহমান হত্যাকেণ্ডে আসামি আব্দুল হান্নান ওরফে যাত্রা মিয়া ও শামছুদ্দিন ওরফে শামছু মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসাথে তাদের দু'জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর ১৩ আসামীকে যাবজ্জীন কারদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০০০ সালের ১৯ মার্চ তাহিরপুর উপজেলার পৈন্ডববাজার এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে খুন হন উপজেলা কামদেবপুর গ্রামের আরফান আলী ও মতিউর রহমান।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট বুরহান উদ্দিন।
বিডি প্রতিদিন/আরাফাত