সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকাল ৬টা ৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এতে ৬টি ঘর পুড়ে ছাই হয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে হঠাৎ করে মদিনা মার্কেট এলাকার একটি বসতঘরে আগুন ধরে যায়। দ্রুত আগুন পার্শ্ববর্তী ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেট নগরী ও দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ৬টি বাসা ও একটি ফার্ণিচারের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ