সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাজগীর আহমদ ইমন (২৩)।
শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখি-চন্ডিপুল বাইপাস সড়কের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
ইমন লামাকাজী ইউনিয়নের বিদ্যাপতি গ্রামের মকবুল আহমদের ছেলে।
ইমনের বড় ভাই শাহিন আহমদ জানান, শুক্রবার জুমার নামাজের পর খাওয়া শেষ করে মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ইমন। রাতে বাড়িতে না ফেরায় আমরা রাত ১টা পর্যন্ত তার মুঠোফোনে কল দেই। কিন্তু ফোন রিসিভ হয়নি। সকাল ৮টার দিকে তারই (ইমন) মুঠোফোন থেকে পুলিশ কল দিয়ে আমাদেরকে জানায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখি-চন্ডিপুল বাইপাস সড়কের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও (রেল ক্রসিংয়ের উত্তরে) এলাকায় ইমনের লাশ ও মোটরবাইক পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে লাশ ও মোটরবাইকের অবস্থা দেখে মনে হয়েছে, সড়ক দুর্ঘটনাতে ইমন মারা গেছে।’
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) কল্লোল গোস্বামী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন