হেফাজতে ইসলামের ডাকে হরতালের প্রতিবাদে শোডাউন দিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই শোডাউনে অংশ নেন।
শোডাউন শেষে পথসভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর বলেন, ‘স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী গত ৫০ বছরেও এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তাই তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাণ্ডব চালাচ্ছে। এরই অংশ হিসেবে তারা হরতালের ডাক দিয়েছে।’
এসময় বক্তারা বলেন, ‘বাংলাদেশ এখন উন্নত বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এই দেশকে ধ্বংস করার পাঁয়তারা করা হচ্ছে। তবে তা করতে দেওয়া হবে না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে। হরতালকে কেন্দ্র করে দেশে আবারও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে ব্যাপারে আওয়ামী লীগ কঠোর অবস্থানে থাকবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ