৯ এপ্রিল, ২০২১ ২২:৩২

বর্গা জমির ধান ভাগাভাগি নিয়ে হামলায় কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বর্গা জমির ধান ভাগাভাগি নিয়ে হামলায় কৃষক নিহত

প্রতীকী ছবি

সিলেটে বর্গা জমির ধান ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের হামলায় ময়না মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের জাতু গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ ঘটনা ঘটে।

নিহত ময়না মিয়া জাতুগ্রামের মকদ্দস আলীর ছেলে। এ ঘটনায় ময়না মিয়ার দুই ভাইসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতু গ্রামের আব্দুস ছোবহানের মালিকানাধীন কিছু জমিতে বর্গা বোরো ধান চাষ করেন ময়না মিয়া। শুক্রবার দুপুরে জমির মালিক আবদুস সোবহান ও কৃষক ময়না মিয়া ধান ভাগাভাগির জন্য হাওরে যান। তখন ধানের ভাগ নিয়ে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে আবদুস ছোবহান ও তার পক্ষের লোকজন হামলা চালালে ঘটনাস্থলেই ময়না মিয়া মারা যান। আহত হন ময়না মিয়ার দুই ভাইসহ তিনজন। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, নিহত ময়না মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর