সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের তফশিল ঘোষণা হবে আগামী ২ জুন। কিন্তু তফশিল ঘোষণার আগেই আসনটিতে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। গতকাল মঙ্গলবার রাতে সভা ডেকে দলের কেন্দ্রীয় সদস্য শিল্পপতি মো. নজরুল ইসলাম বাবুলকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। ওই আসনে বাবুল ছাড়াও জাতীয় পার্টির আরও তিনজন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।
মঙ্গলবার (২৫ মে) রাতে জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহিদ লস্কর বশীরের পরিচালনায় একটি হোটেলের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নজরুল ইসলাম বাবুলকে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক খান, অ্যাডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী প্রমুখ।
নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে বাবুল ছাড়াও কাজ করছেন প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় সদস্য তোফায়েল আহমদ ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী।
বিডি প্রতিদিন/আবু জাফর