সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে কোভিড-১৯ টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক চালু করা হয়েছে। মঙ্গলবার থেকে নগর ভবনের নিচতলায় স্থাপিত এই হেল্প ডেস্ক থেকে টিকা বিষয়ক সব ধরণের তথ্য সেবাদান চালু হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে এক তথ্যটি জানানো হয়।
সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, নিয়মবহির্ভূতভাবে বা মোবাইলে বার্তা না পেয়ে যারা কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন অথবা মোবাইলে বার্তা পেয়ে টিকা গ্রহণ করেছেন কিন্তু টিকা রেজিস্ট্রেশন কার্ডের বারকোড স্ক্যান করাননি বা করতে পারেনি তাদেরকে জরুরি ভিত্তিতে নগরভবনে স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া কোভিড-১৯ টিকা সংক্রান্ত যে কোন তথ্য জানতে এবং কোনো সমস্যা হলে সিলেট সিটি কর্পোরেশনের কোভিড-১৯ টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক নগরবাসীকে সহযোগিতা করবে।
বর্তমানে নগরভবনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের ২য় ডোজ টিকা দান চলছে। সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্র ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে যথারীতি মডার্নার ২য় ডোজ এবং সিনোফার্ম টিকার ১ম ডোজ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার