সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে চার অংকে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ৫ জন। আর করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৫১ হাজারের বেশি। যদিও ইতোমধ্যে এই আক্রান্তদের মধ্যে প্রায় সাড়ে ৪১ হাজার হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেছেন। মৃত্যু, আক্রান্ত সনাক্ত ও সুস্থতার দিক দিয়ে বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে সিলেট জেলা। বাকি তিন জেলার অবস্থা প্রায় সমান।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মার গেছেন ৯ জন। নতুন এই ৯ জনসহ বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৫ জনে। যার মধ্যে কেবলমাত্র সিলেট জেলায় মারা গেছেন ৮২০ জন। বাকি ১৮৫ জনের মধ্যে মৌলভীবাজারের ৭০ জন, সুনামগঞ্জের ৬৯ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।
এদিকে গত কয়েকদিন থেকে সিলেট বিভাগে আগের চেয়ে মৃত্যু ও আক্রান্ত সনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগী সনাক্ত হয়েছেন ২০৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১২৩ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত সনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৩ ভাগ। আর সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন ৫১ হাজার ৬২৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ৩১ হাজার ৯০৪ জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫ হাজার ৯৬৭ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৫৪৯ জন ও হবিগঞ্জের ৬ হাজার ২০৫ জন রয়েছেন।
এদিকে, গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠেছেন ৫৭৫ জন করোনা রোগী। তাদেরকে নিয়ে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৩৫ জনে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৮৭ জন করোনা রোগী।
বিডি প্রতিদিন/হিমেল