সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে জেলার গরিব, অসহায়, দুস্থ রোগীরা ১ কোটি ৩৪ লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন। জেলার ১৩টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের অসহায় নাগরিক পেয়েছেন এই আর্থিক সহায়তায়। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজসেবা অধিদফতর প্রতি জেলায় বছরে চারবার গরিব-অসহায় রোগীদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। এবার দুই কিস্তি মিলিয়ে এক সঙ্গে জেলায় ২৬৮ জনকে দেওয়া হয়েছে এই সহায়তা। প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে ১ কোটি ৩৪ লাখ টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীরা এই আর্থিক সহায়তা পেয়েছেন।
উপজেলাগুলোর মধ্যে সিলেট সদরে ১৯ জন, দক্ষিণ সুরমায় ৩০ জন, গোলাপগঞ্জে ৩৮ জন, বিয়ানীবাজারে ১৪ জন, জকিগঞ্জে ২১ জন, কানাইঘাটে ১৪ জন, গোয়াইনঘাটে ১৫ জন, বিশ্বনাথে ৩৫ জন, বালাগঞ্জে ৮ জন, ওসমানীনগরে ৮ জন, ফেঞ্চুগঞ্জে ১০ জন, জৈন্তাপুরে ১৬ জন ও কোম্পানীগঞ্জের ৮ জন রোগী পেয়েছেন এ সহায়তা। এছাড়া সিলেট সিটি করপোরেশনের ৩২ জন নাগরিক এই সহায়তা পেয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার