মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক রাতে আট দোকানে চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের মিশন রোড, কলেজ রোড, উকিলবাড়ী রোড ও রুপসপুর এলাকায় এসব চুরির ঘটনা ঘটে। চোরেরা সাটার ভেঙে দোকানের মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে।
চুরি হওয়া দোকানগুলো হলো ওয়াটারলিলি ফুড স্টোর, দেবনাথ মেডিকেল হল, প্রীতি এন্ড প্রিয়া ভেরাইটিজ স্টোর, সি লেডিস টেইলাসর্, ছাদ ভ্যারাইটিজ স্টোর, পূরবী স্টোর, সুহাসিনী ফার্মেসী ও আয়ুুস ডিজিটাল স্টুডিও।
ছাদ ভ্যারাইটিজ স্টোরের মালিক মো. তুহিন চৌধুরী জানান, তিনি রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। সকালে এসে দেখেন দোকানের সাটার ভাঙা। তার দোকান থেকে নগদ টাকা ও ১ টি মোবাইল সেট নিয়ে গেছে।
সি লেডিস টেইলার্স’র মালিক মো. মিছবা উদ্দিন জানান, তার দোকানের সাটার ভেঙে নগদ ১২ হাজার টাকা ও ৫/৬ হাজার টাকার কাপড় নিয়ে গেছে।
শ্রীমঙ্গলৈ থানার ওসি আব্দুস ছালেক বলেন, চুরির ঘটনা জেনেছি। চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল