সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় খেলাফত মজলিস নেতা ও এক যুবক নিহত হয়েছেন। সিলেট-বিয়ানীবাজার সড়কের জলঢুপ এলাকায় খেলাফত মজলিস নেতা এবং সিলেট-তামাবিল সড়কের সারিঘাট এলাকায় ওই যুবক মারা যান।
পুলিশ জানায়, গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের জলঢুপ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তরাদরম এলাকার মাওলানা আইয়ূব আলী (৫২)। তিনি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
এদিকে, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের সারীঘাট এলাকায় বাস চাপায় মারা যান মোটরসাইকেল আরোহী শাহরিয়ার (২৫) নামের এক যুবক। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে।
বিডি প্রতিদিন/আবু জাফর