মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হোসেনপুর এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর গ্রামে রেল লাইন ক্রসিং এর সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন।
স্থানীরা ও পুলিশ জানায়, সিলেট থেকে কুলাউড়ার হোসেনপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাসযোগে তারা আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় আরেকজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, কামাল হোসেন, আশিক মিয়া (শিশু) ও ফরিদ উদ্দিন। আহতদের নাম- লিলি বেগম, রেবি বেগম, রিবু বেগম, ফারজানা আক্তার। তাদের উভয়ের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের বসনপুর গ্রামে।
সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম বলেন, যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেটি একটি অনুমোদনহীন রেল ক্রসিং। বারবার যান চলাচল বন্ধ করলেও স্থানীরা তা না মেনে অবৈধ্যভাবে যান চলাচল করে আসছেন।
বিডি প্রতিদিন/হিমেল