সিলেটের বিশ্বনাথে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার তাদেরকে এই জরিমানা করেন।
আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না থাকায় উপজেলা সদরের নতুন বাজারের রিটন মিয়ার পোল্ট্রি ফার্মকে ১ হাজার টাকা ও নোংরা পরিবেশের কারণে রাজধানী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, ‘বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’
বিডি প্রতিদিন/এএম