সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই নারী। ট্রাক চাপায় এক নারী ও অপরজন অটোরিকশা থেকে ছিটকে পড়ে মারা গেছেন। একটি দুর্ঘটনা ঘটেছে সিলেট নগরীতে ও অপরটি জেলার জকিগঞ্জ উপজেলায়।
শনিবার বেলা দেড়টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম ও কালিগঞ্জের মধ্যবর্তী এলাকায় একটি অটোরিকশা থেকে ছিটকে পড়েন শারমিন রিমা (২৪) নামের এক প্রবাসীর স্ত্রী। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। শারমিন রিমা জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের উত্তর জামুরাইল গ্রামের প্রবাসী আবদুল হামিদের স্ত্রী। তিনি একসন্তানের জননী।
এদিকে, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর আম্বরখানা পয়েন্টে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় নূরজাহান বেগম বেবী (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নূরজাহান বেগম নগরীর গোয়াইপাড়ার মল্লিকা ৪৯/৭ নম্বর বাসার মৃত ফারুক মিয়ার স্ত্রী। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত
উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, আম্বরখানা জামে মসজিদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত হন নূরজাহান বেগম। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ট্রাক চালক সারজাহান মিয়াকে আটক করেছে। এ ঘটনায় নূরজাহান বেগমের মেয়ে রোজিয়া আক্তার বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন।
বিডি প্রতিদিন/এএম