৮ মে শুরু হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা (অর্নূর্ধ্ব ১৭) টুর্নামেন্ট। এবার টুর্নামেন্টটির উদ্বোধন হবে সিলেট জেলা স্টেডিয়ামে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি টুর্নামেন্টের উদ্বোধন করার কথা রয়েছে।
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মজিবুর রহমান জানান, উদ্বোধীন অনুষ্ঠানে কনসার্টের আয়োজন থাকবে। আসবে ব্যান্ড চিরকুট। এছাড়া স্থানীয় জনপ্রিয় শিল্পীরাও গান গাইবেন। উদ্বোধনী অনুষ্ঠানসহ টুর্নামেন্টের সিলেট পর্ব বর্ণিল ও দর্শক উপস্থিতিতে জমজমাট করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/আরাফাত